ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

করোনায় গোলাম রহমানের স্ত্রীর মৃত্যু

গোলাম রহমান-- স্ত্রী নাঈম আরা

সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন অধ্যাপক গোলাম রহমান।

এর আগে গেল ২৯ মে নাইম আরা হোসাইনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ পরিবারের আরও চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

পরে নাইম আরা হোসাইনসহ পরিবারের সবাই করোনা থেকে সুস্থ হন। করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেও নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।