করোনায় আক্রান্ত সৈয়দপুর পৌরসভার মেয়র

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেলে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব থেকে পাঠানো ফলাফলে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার জানান, সৈয়দপুর পৌরসভার মেয়রসহ ১২ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। বর্তমানে বাড়িতে আইসোলেশন থেকেই চিকিৎসা নিচ্ছেন পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন মেয়রের আপন ছোট ভাই হাজী রশিদুল হক সরকার। পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন। তবে প্রায় ১০ দিন ধরে পৌরসভার কার্যালয়ে তিনি যাননি বলে একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে।