করোনায় আক্রান্ত যশোরের সিভিল সার্জন আবু শাহীন

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সিভিল সার্জন বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন শেখ আবু শাহীন। নতুন করে তিনিসহ যশোরে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের পজিটিভ এবং ১৩৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে। এরমধ্যে যশোরে ৩২ জনের মধ্যে ১৫ জন, মাগুরার ১২ জনের মধ্যে ১ জন, বাগেরহাটের ৮০ জনের মধ্যে ২০ জন এবং সাতক্ষীরার ৯৪ জনের মধ্যে ৪৪ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

যশোর সিভিল সার্জনঅফিস সূত্রে জানা যায়, ১১ জুলাই পর্যন্ত যশোরে মোট পজিটভ শনাক্ত হয়েছে ৯৬৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৮৭ এবং মারা গেছেন ১৪ জন।