করোনায় আক্রান্ত ভারতের উপ-রাষ্ট্রপতি

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপ-রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক টুইট বার্তায় এ খবর জানানো হয়েছে।

টুইট বার্তায় বলা হয়েছে, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু রুটিন পরীক্ষার সময় করোনাভাইরাস পজিটিভ আসে। ৭১ বছর বয়সী উপ-রাষ্ট্রপতি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তার স্ত্রী শ্রীমতি ঊষা নাইডুর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি সেলফ আইসোলেশন অবস্থায় আছেন বলে টুইট বার্তায় জানানো হয়েছে।