করোনায় আক্রান্ত ডেভিড সিলভা

ডেভিড সিলভা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ তারকা ডেভিড সিলভা । সম্প্রতি দীর্ঘদিনের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়েল সোসিয়েদাদে যোগ দিয়েছেন ডেভিড সিলভা । স্পেনের জাতীয় দলের এই মিডফিল্ডারের নতুন ক্লাবই খবরটি নিশ্চিত করেছে। তবে শরীরে করোনার কোনো উপসর্গ নেই তার। বর্তমানে আইসোলেশনে রয়েছেন এই ফুটবলার।

এর আগে, পিএসজির দুই মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পারেদেস করোনায় আক্রান্ত হন।

ইউরোপিয়ান লিগগুলোর প্রটোকল অনুযায়ী প্রাক মৌসুম প্রস্তুতি শিবিরে নামার আগে প্রত্যেক ফুটবলারের কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক। তিনদিন আগে সিলভার প্রথম রিপোর্টও পজিটিভ এসেছিল। দ্বিতীয় রিপোর্টেও ফলাফল অপরিবর্তিত রয়েছে। টানা দশ মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন সিলভা। এবার ফ্রি ট্রান্সফার উইন্ডোয় তাকে দলে নিয়েছে স্পেনের রিয়েল সোসিয়েদাদ।

১০ বছরে সিটির হয়ে ৪৩৬ ম্যাচ খেলেছেন সিলভা। জিতেছেন চারটি ইপিএল খেতাব। এছাড়া পাঁচটি লিগ কাপ, তিনবার কমিউনিটি শিল্ড ও দুটি এফএ কাপ জিতেছেন তিনি। সিটিজেনর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে লিওর বিরুদ্ধে শেষ খেলেন এই তারকা ফুটবলার।