জনসমাগমে নিষেধাজ্ঞা

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ইরান

মহামারি করোনা ভাইরাস আবারও আঘাত হেনেছে ইরানে। এমন পরিস্থিতিতে দেশটিতে সব পরীক্ষা, অনুষ্ঠান এবং জনসমাগম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইরান সরকার।

রোববার (১২ জুলাই) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ নির্দেশ দেন।

ইরান সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, দেশটিতে কোনো বিয়ের অনুষ্ঠান বা শোক সভা আয়োজন করা যাবে না। তবে দোকানপাট খোলা রাখা হবে। করোনা প্রকোপ দেখা দেয়ার পরপরই ইরানে লকডাউন জারি করা হয়, যা গত এপ্রিলের মাঝামাঝি সময়ে শিথিল করা হয়।

তবে সম্প্রতি দেশটিতে বেড়েছে সংক্রমণ। শুধু শনিবারই ১৮৮ জন মারা গেছেন এবং মোট মৃতের সংখ্যা এখন ১২ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৩৯৭ জন নতুন রোগী পাওয়া গেছে।