করোনার থাবা আবারো চীনে

করোনার থাবা আবারো চীনে

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে কিছুটা কমেছে নতুনভাবে করোনা রোগী শনাক্তের হার। কয়েকদিন বাড়ার পর, চীনে আবারও কমতে শুরু করেছে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ।

শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, বেইজিংয়ে নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। গেল ১৯ দিনের মধ্যে শুক্রবারই সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়। দুই সপ্তাহ আগের একাধিক শহরে আবারও প্রকোপ বাড়ে করোনাভাইরাসের।

দেশটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন করা হয় বিভিন্ন শহর। তবে পরিস্থিতি ধিরে নিয়ন্ত্রণে আসছে বলে জানায় কর্তৃপক্ষ। দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৬০০ এর বেশি মানুষের প্রাণ গেছে।