করোনার টিকা আগামীকাল ৬৪ জেলায় পৌঁছে দেয়া হবে

দ্বিতীয় ধাপে দেশের ২৫টি জেলায় পৌঁছেছে করোনার টিকা। আগামীকাল সোমবারের (০১ ফেব্রুয়ারি) মধ্যে দেশের ৬৪ জেলায় করোনার টিকা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

৭ ফেব্রুয়ারি শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে পনেরো হাজারের বেশি টিকা প্রত্যাশী নিবন্ধন করেছেন সুরক্ষা ওয়েবসাইটে। চলছে জেলায় জেলায় বিতরণ কার্যক্রম।

অধিদফতরের দেয়া তথ্য মতে, দেশজুড়ে এই কার্যক্রমে থাকবে প্রায় সাড় সাত হাজার টিম। প্রতিটি দলে থাকবে ছয়জনের সদস্য।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘কালকের মধ্যেই ভ্যাকসিন সব জায়গায় পৌঁছে যাবে। আমাদের বুথগুলো তৈরি আছে। আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের ট্রেইনিংটা আজকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা।

মঙ্গলবারের মধ্যে এই কর্মসূচিতে যুক্ত সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান মহাপরিচালক।