করোনার উপসর্গে চাঁদপুরে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার তিনজন ও হাজীগঞ্জ উপজেলার দুজন।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে জেলা সদরের মজিবুর রহমান (৬৫) রোববার ভোররাত ৫টার দিকে এবং কল্যাণপুর ইউনিয়নের আ. রশিদ আখন্দ (৭০) গতকাল রাত দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যান। এ ছাড়া বালিয়া ইউনিয়নের বিল্লাল শেখ (৪২) গত রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি কয়েক দিন ধরে জ্বর নিয়ে ঢাকা থেকে তাঁর নিজ গ্রামে আসেন।

তিনি আরো বলেন, ‌’এ ছাড়া হাজীগঞ্জ উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিদ্দিকুর রহমান (৭০) আজ সকালে নিজ বাসায় এবং ৩ নম্বর ওয়ার্ডের মাওলানা শাহ আলম চৌধুরী (৭৫) গতকাল রাত ৩টায় নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। নিহতদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। দাফন টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হবে।’