করোনামুক্ত হলেন ধোনি

প্রাথমিক টেস্টে নেগেটিভ হয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি । ফলে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে যোগ দিতে আর কোনো বাধা রইলোনা এই উইকেটকিপার ব্যাটসম্যানের।

রাঁচির একটি হাসপাতালে সতীর্থ মনু কুমার সিংকে নিয়ে ধোনি করোনার টেস্ট করিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী, দলীয় অনুশীলনে যোগ দেয়ার আগে সবাইকেই করোনা টেস্ট করতে হবে। এরপর অনুশীলন ভেন্যুতে পৌঁছে আরো এক দফা টেস্ট করতে হবে ক্রিকেটার, কোচ সহ সংশ্লিষ্ট সবাইকে।

ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি সংস্করণের আইপিএল অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। সেপ্টেম্বরের ১৯ তারিখ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে নভেম্বরের ১০ তারিখে।

এরইমধ্যে অনুশীলন শুরু করার ঘোষণা দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী সপ্তাহে নিজেদের শহর চেন্নাইয়ে অনুশীলন শুরু করবে চেন্নাই সুপার কিংস।

গেল বিশ্বকাপের পর থেকে একেবারে লোকচক্ষুর অন্তরালে মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলে আবারো তার ফেরা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটকে শীঘ্রই বিদায় বলবেন ধোনি। তবে একেবারে অন্তরালে চলে যাওয়া ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এ বিষয়ে গেল এক বছরে কোনধরণের মন্তব্য করেননি। আইপিএলের মাধ্যমে জনসম্মুখে আসলে আবারো হয়তো প্রশ্ন তোলা হবে সেসব নিয়ে।