করোনামুক্ত হলেন জাভি হার্নান্দেজ

জাভি হার্নান্দেজ

করোনামুক্ত হলেন কাতারের ক্লাব আল সাদের কোচ জাভি হার্নান্দেজ। বুধবার (২৯ জুলাই) করোনামুক্ত হয়েছেন বলে জানান তিনি।

এর আগে গেল শনিবার করোনা পজিটিভ শনাক্ত হন স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন জাভি।

জাভি জানান, করোনা পজিটিভ হলেও তার শরীরে কোন ধরনের উপসর্গ দেখা যায়নি। তবে চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় আল খোরের বিপক্ষে নিজ দলের খেলার দিন মাঠে থাকতে পারেননি তিনি। তার পরিবর্তে ডেভিড প্র্যাটস (রিজার্ভ কোচ) দায়িত্ব পালন করেছন।

২০১৯ সালের মে মাসে আল সাদের কোচের দায়িত্ব নেন জাভি। মেসির একসময়কার সতীর্থ জাভির চলতি মৌসুমে বার্সার কোচ হিসেবে যোগদানের গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত আল সাদের দায়িত্ব নিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা।