সাবেক টাইগার অধিনায়ক

করোনামুক্ত মাশরাফীর পরিবার

নড়াইল-২ আসনের সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজার বাবা-মাসহ পরিবারের সবাই করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। প্রিয় মানুষদের করোনা বিজয়ে খুশি স্বজন, শুভানুধ্যায়ী, এলাকাবাসী। নিজ পরিবারের করোনা মুক্তিতে প্রার্থনা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞ মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা। নামিয়ে ফেলা হয়েছে ভবনের উড়ানো লাল পতাকা।

এলাকাবাসীর আনাগোনা, পদচারণায় পরিচিত চেহারায় ফিরেছে মাশরাফীর বাড়ি। করোনা আক্রান্ত হবার পর সবার অবস্থা স্থিতিশীল থাকলেও মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯ দিন থাকার পর সবার দোয়া প্রার্থনায় তিনিসহ পরিবারের সবাই ১৬ দিনের করোনা যুদ্ধে জয়ী হয়ে চার দিন হলো নড়াইলে ফিরেছেন। শারীরিক দুর্বলতার কারণে গোলাম মোর্ত্তজা তিনদিন বিশ্রাম নিয়ে আবারো ফিরেছেন এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষীদের মাঝে। সুসময়-দুঃসময়ে পুরো পরিবার যাতে এলাকাবাসীর পাশে থাকতে পারেন এ জন্য সকলের দোয়া চান তিনি।

মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা বলেন, ‘আল্লাহর অশেষ রহমত আর মানুষের দোয়ায় সুস্থ আছি। এখন আগের চেয়ে ভালো আছি। বিশ্রামে আছি।’

এদিকে, মাশরাফীর বাড়িতে আগের মতো সকাল, বিকাল স্বজন, শুভানুধ্যায়ী এলাকাবাসী ভিড় করছেন। ছেলের অবর্তমানে গোলাম মোর্ত্তজা শারীরিক দূরত্ব বজায় রেখে আগ্রহভরে সবার কথা শুনছেন ও সময় দিচ্ছেন। প্রিয় মানুষকে নিজেদের মাঝে ফিরে পেয়ে উৎফুল্ল এলাকাবাসী।