করোনাকালে স্কুলে পরীক্ষা নেওয়ার অভিযোগে অধ্যক্ষের কারাদণ্ড

গাজীপুরে পরীক্ষা নেওয়ার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম সরকারকে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করে ক্লাসে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নেওয়ার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ওবাইদা আলী জানান, কলেজ কর্তৃপক্ষ করোনা মহামারিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে সপ্তম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিল। এ খবরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল জাকী অভিযান চালিয়ে ওই অধ্যক্ষকে সাজা দেন।