করোনাকালে আবারও রেমিট্যান্সের রেকর্ড

অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অক্টোবর মাসে তারা ২১১ কোটি বা ২ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত চার মাসে প্রবাসীরা প্রায় ৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

রোববার (০১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে পাঠানো রেমিট্যান্স, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ২৪ শতাংশ বেশি। আগের অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় প্রবাসীরা ২৬৪ কোটি ডলার বেশি পাঠিয়েছেন।

অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা রাখায় দেশবাসীর পক্ষ প্রবাসীদের ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও ৮ শতাংশ বৃদ্ধি পাবে।