করোনাঃ স্থগিত এশিয়ান বিচ গেমস

এশিয়ান বিচ গেমস

করোনার প্রভাব এখনো পুরোপুরি কমেনি। তবুও ক্রীড়াঙ্গনে স্বস্তি ফিরছে ধীরে ধীরে। ফুটবল-ক্রিকেটের মতো খেলাগুলো মাঠে গড়িয়েছে। তবে এখনো সংশয় আছে কিছু কিছু টুর্নামেন্ট। এবার সে তালিকায় যোগ হলো এশিয়ান বিচ গেমস ।

করোনার কারণে চীনের সানিয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান বিচ গেমসের আসর স্থগিত ঘোষণা করা হয়েছে। রুটিন অনুযায়ী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা এই টুর্নামেন্টের।

স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। তবে নতুন করে আবার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানায়নি তারা। তবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে চায়নিজ অলিম্পিক কমিটি।

এদিকে, কোভিড-১৯ পরিস্থিতির জন্য এর আগে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়া হয়।