করোনাঃ ভারতে আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে

ভারতে করোনা আক্রান্ত রোগী

ভারতে দিন দিন করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খ্যাও বাড়ছে। সম্প্রতি ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৭৯২ জনের।করোনা আক্রান্ত হয়ে মৃতের সং

রোববার (২৩ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জনে। মোট সংক্রমণের দিক দিয়ে এ মূহুর্তে ভারতের অবস্থান বিশ্বে তৃতীয়। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

তবে, আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বেশি দেশটিতে। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। দেশটিতে মোট সুস্থতার হার ৭৪ দশমিক ৯০ শতাংশ।

ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে শনিবার। গতকাল দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮৭৮ জন। গত ২৪ ঘণ্টায় তা সামান্য কমে হয়েছে ৬৯ হাজার ২৩৯। পর পর দু’দিন দৈনিক সংক্রমণ ৭০ হাজারের কাছাকাছি থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশবাসীর ভেতরে।