করোনাঃ জামালপুরে এসিল্যান্ডসহ আক্রান্ত আরও ৭ জন

কোভিড ১৯ঃ গত ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য

জেলা প্রতিবেদকঃ জামালপুরে একজন সহকারী কমিশনার (ভূমি), ৫ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২ মে) সন্ধ্যায় জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান এসব তথ্য জানান।

নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি), সিভিল সার্জন অফিস ও হাসপাতালের প্রশাসনিক ভবনের ২ অফিস সহায়ক।

এছাড়া ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী হিসাবরক্ষক, ৫০ বছর বয়সী অ্যাম্বুলেন্সচালক ও কাসারিপাড়া এলাকার ৩৮ বছর বয়সী নারায়ণগঞ্জফেরত এক রিকশাচালক এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ুর্বেদী চিকিৎসক সহকারী।

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নমুনা পরীক্ষায় সদর উপজেলার ৩, ইসলামপুরে ৩ ও দেওয়ানগঞ্জে ১ জনের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ।

জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪। এদের মধ্যে ১০ চিকিৎসকসহ ৩৪ জনই স্বাস্থ্যকর্মী।