করোনাঃ চাঁদপুরে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ বুধবার (২১ অক্টোবর) সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তার আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টায় দিলীপ দাস (৫২), জেসমিন আক্তার (৫০) মঙ্গলবার দুপুরে এবং একই দিন সকালে ১২৪ বছরের বৃদ্ধা আলতাফুননেছা একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসব রোগী মারা গেছেন। এদের সবারই করোনার উপসর্গ ছিল। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃতদের দাফন সম্পন্ন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মৃতদের মধ্যে আলতাফুননেছা, দিলীপ দাস এবং হাবিবুর রহমান নামে এই তিনজনের বাড়ি জেলার ফরিদগঞ্জে। জেসমিন আক্তার নামে আরেকজনের বাড়ি জেলার হাজীগঞ্জে। এই নিয়ে চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন শতাধিক নারী পুরুষ।

চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এই পর্যন্ত ১১ হাজার ৮৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে নমুনার পরীক্ষার ফল পাওয়া গেছে ১১ হাজার ৮৬৯ জনের। তার মধ্যে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৭৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল দুই হাজার ৩২৫ জনের। অনেকেই সুস্থ হলেও এখনো হাসপাতালে ভর্তি আছেন মাত্র সাতজন।