করোনাঃ গাইবান্ধায় উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

জেলা প্রতিবেদকঃ গাইবান্ধা সদরের কামারজানিতে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুর রাজ্জাক নারায়ণগঞ্জে চাকুরি করতেন।
কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, আব্দুর রাজ্জাক আগে থেকেই হাঁপানি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে গায়ে জ্বর নিয়ে বাড়ি আসেন।
রোববার সকাল থেকে তিনি গুরুতর অসুস্থ্ হয়ে পড়েন। পরে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুস সালাম আরও জানান, নিহতের স্বজন- স্থানীয়দের ধারণা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, রাত ১০ টার দিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে।