করোনাঃ একদিনে ভারত শনাক্ত ৬০ হাজারের বেশি

যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরে ‘হটস্পট’ হিসাবে উঠে এসেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৯৭৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গনমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮৪৮ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৩৯০ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনা মহামারির কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয়েছে ভারত। গত ৪ আগস্ট থেকে দৈনিক করোনা শনাক্তের বিচারে বিশ্বের মধ্যে শীর্ষে স্থানে চলে এসেছে দেশটি।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, এবং তৃতীয় অবস্থানে আছে ভারত।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।