করোনাঃ ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ মৃত্যু, মোট ৪২৩২

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৩২ জনে।
শুক্রবার (১০ এপ্রিল) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭২ জনের। সরকারি হিসেবে দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৬৯ জনের অবস্থা গুরুতর।
এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চীনের পরপরই ইরান করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখের মতো। অন্যদিকে আক্রান্তদের মধ্যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।