কমলাপুরে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : শেষ দিনেও ট্রেনের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিটি কাউন্টারের সামনে দীর্ঘ লাইন রয়েছে।

শুক্রবার সকাল থেকেই ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হয়।

স্টেশন গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

সাত নম্বর কাউন্টারের সামনে লাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই অপু মিয়া জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা বা টিকিট কালোবাজারি হচ্ছে না। সুষ্ঠুভাবে টিকিট বিক্র হচ্ছে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, ‘প্রতিদিন ২১ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। এসব দিনের ট্রেন নির্দিষ্ট সময় স্টেশন ত্যাগ করবে। রেলেওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ ও র‌্যাবের লোকজন সার্বক্ষণিক কাজ করেছে। এ কারণে কোনো ধরনের কালোবাজারি হয়নি। আন্তঃনগর ৩১টি ট্রেনসহ ঈদের সময় প্রতিদিন প্রায় ৫০টি ট্রেন ছেড়ে যাবে স্টেশন থেকে। একই সঙ্গে মানুষ যাতে ঈদ শেষে ভালোভাবে ফিরে আসতে পারেন সেজন্য ফিরতি অগ্রিম টিকিটও বিক্রি করা হবে।’

গোপীবাগের লাইলা বেগম বলেন, ‘টিকিট পেয়েছি। কিন্তু এ জন্য লাইনে দাঁড়াতে সংগ্রাম করতে হয়েছে। তারপরও টিকিট পেয়ে ভালো লাগছে। রাজশাহীর চারটি টিকিট কিনেছি।’

তেজগাঁওয়ের রিয়াজউদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার এসে ফিরে গেছি। এ কারণে শুক্রবার খুব ভোরে এসে লাইনে দাঁড়ায়। টিকিট না পেলে গ্রামের বাড়ি গিয়ে ঈদ করা হতো না।’