কক্সবাজারে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে আবারও এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাতারবাড়ী হাইস্কুল মাঠে পারিবারিক বিরোধের জের ধরে প্রহারে আহত যুবক বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত হেলাল উদ্দিন (৩০) মাতারবাড়ীর ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও সিকদার পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা হেলালের সঙ্গে একই এলাকার বদর উদ্দিন গংদের বাড়ি-ভিটার পুকুরসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় হাইস্কুল মাঠের পাশে মোর্শেদ কুলিং কর্নারে হেলাল উদ্দিনের ওপর হামলা করে স্থানীয় আব্বাস, ইমরান, ফারুক, বাট্টুসহ একদল অস্ত্রধারী।

হামলায় মুমূর্ষু হেলালকে উদ্ধার করে প্রথমে চকরিয়া পরে চট্টগ্রামের মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার সন্ধ্যায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অভিযুক্ত বদর উদ্দিন হামলার ঘটনা অস্বীকার করে বলেন, এটা হেলালদের গোষ্ঠীগত গণ্ডগোল। তাদের ভেতর সংঘর্ষে সে মারা যায়।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরে জানান, বিষয়টি শুনেছি, প্রকৃত দোষীদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, বিগত বছরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়াউল হক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছিলেন।