ওয়ার্নারের ব্যাটে জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি ৫ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

রোববার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪০.২ ওভারে ১৯৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নার ১২৬ বলে ১০৬ রান করেন। তার ইনিংসে কোনো ছক্কার মার না থাকলেও ৯টি চারের মার ছিল। জর্জ বেইলি করেন ৪৪ রান। তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ত্রাভিস হেড। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি অসিদের। বল হাতে শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৩টি ও ধনঞ্জয় সিলভা ২টি উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার ১৯৫ রানের ইনিংসে ব্যাট হাতে কেউ ৩৯ রানের বেশি অবদান রাখতে পারেননি। ৩৯টি রান করেন দানুস্কা গুনাথিলাকা। ধনঞ্জয় সিলভা ৩৪, কুশাল মেন্ডিস ৩৩ ও পাথিরানা ৩২ রান করেন।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ত্রাভিস হেড।

ম্যাচসেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আর সিরিজ সেরা হন জর্জ বেইলি।