ছুটে আসছেন বিনোদন ও ভোজনপ্রেমীরা

এ যেন ভিন্ন রকম এক রেস্টুরেন্ট!

ঘরের মেঝেতেই স্বচ্ছ সাদা পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের মাছ। তার সঙ্গে আনন্দে মাতছে শিশুরা। আর এর মধ্যেই চেয়ার টেবিলে বসে পছন্দের খাবার উপভোগ। বিদেশি ধাঁচের এমন রেষ্টুরেষ্ট গড়ে তোলা হয়েছে সাতক্ষীরায়। বৈচিত্রের স্বাদ নিতে প্রতিদিনই ছুটে আসছেন বিনোদন ও ভোজনপ্রেমীরা।

পুকুর নয় ঘরের মেঝেতেই স্বচ্ছ পানি। দলবেঁধে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট রঙিন মাছ। নান্দনিক এসব মাছের সঙ্গে খুনসুটিতে মাতামাতি শিশু-কিশোরদের।

এখানেই শেষ নয়। পানির মধ্যে চেয়ার-টেবিল। সেখানে বসেই পছন্দের খাবার গ্রহণের স্বাদ।

সাতক্ষীরায় শহরের কোলাহল ছাড়িয়ে বিলের মধ্যে সাতক্ষীরা-ভোমরাবন্দর বাইপাস সড়ক। তার পাশেই বিদেশি ধাঁচের এমন নান্দনিক রেষ্টুরেন্ট। সব খাবারই পাবেন।

বিচিত্র এই রেটুরেন্টে মুখরোচক খাবারের সঙ্গে বিনোদন পেতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন অনেকেই। ইউটিউবে নানা আঙ্গিকের বিদেশি রেষ্টুরেন্ট দেখে কুষ্টিয়ার দেলোয়ার হোসেন ভিন্নধর্মী এই রেষ্টুরেন্ট গড়ে তোলেন।

তিনি বলেন, ‘বাচ্চারা যেভাবে আনন্দ করছে পিতা-মাতাসহকারে সেটি দেখে আমার নিজের কাছেও ভালো লাগছে।’

সাতক্ষীরার বকচারা এলাকায় সাত কাঠা জমিতে গড়ে তোলা ‘মৌবন’ রেষ্টুরেন্টটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।