এশিয়াতে ক্যারিবীয় বোলারের রেকর্ড

ক্রীড়া ডেস্ক: এশিয়া মহাদেশে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে চমক উপহার দিয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসেই উল্টো রথে দলটি।

পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়ের দিন বল হাতে অসাধারণ এক রেকর্ড গড়েছেন ক্যারিবীয় বোলার দেবেন্দ্র বিশু। তার ঘূর্ণি বলে দিশা হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিসবাহ-উল হকের দলকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই ধস নামিয়ে দেন বিশু। তার ৮ উইকেট নেওয়ার সুবাদে পাকিস্তানকে মাত্র ১২৩ রানেই অলআউট করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। আর এই ৮ উইকেট নিতে মাত্র ৪৯ রান খরচ করেন বিশু। এশিয়াতে সফর করা কোনো দলের খেলোয়াড়দের এটাই সেরা বোলিং ফিগার।

এর আগে ১৯৯৬-৯৭ সালে ভারতের ইডেন গার্ডেনে করা সেরা বোলিং ফিগারটি ছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুসেনারের। ওই সময় ৬৪ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া এ ক্রিকেটার। গতকাল আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে সে রেকর্ড ছাড়িয়ে গেলেন বিশু।