এলজিইডির প্রকৌশলীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপপরিচালক মো. তামজীদ সরোয়ারকে গ্রেপ্তার করেছে দুদক।

মঙ্গলবার রাতে মিরপুরের পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা থানায় তামজীদ সারোয়ারের বিরুদ্ধে মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১২ সালের ৮ আগস্ট পর্যন্ত ধরমপাশা-জয়শ্রী সড়ক নির্মাণের সময় তামজীদ সারোয়ার ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাৎ করেছেন। তিনি ওই সময় সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

তামজীদ সরোয়ার বর্তমানে এলজিইডির ঢাকা আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক।