এমন হার কি ভুলতে পারবে বাংলাদেশ ?

ক্রীড়া প্রতিবেদক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল হাসানের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ভারতে আইপিএল চলাকালে ধারণ করা ওই ভিডিও প্রকাশ করা হয়েছে আজ শনিবার। ভিডিওতে সাকিব আল হাসান একটি ম্যাচ নিয়ে কথা বলেছেন।

যেসব ক্রিকেটপ্রেমী এ ভিডিও দেখেছেন, তারা হয়ত জেনেছেন কোন ম্যাচ নিয়ে কথা বলেছেন সাকিব। যারা দেখেননি তাদের জন্য বলছি, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলেছেন সাকিব। নিজেদের জয় ‘বিসর্জন’ দিয়ে যে ম্যাচটি ভারতকে জিতিয়েছিল বাংলাদেশ! সত্যিই তা-ই, ভারতকে জিতিয়ে দেয় বাংলাদেশ!

সাকিব ওই ম্যাচ নিয়ে বলেন,‘ওই পরাজয় আমাদের হৃদয় ভেঙে দেয়। আমি এখনো বুঝে উঠতে পারি না কীভাবে ওই ম্যাচ আমরা হেরেছি? এটা ক্রিকেটেই হয়। সত্যি বলতে, সবাই খুব হতাশ ছিলাম। বিশেষ করে, বাংলাদেশের সমর্থকরা খুব হতাশ হয়েছিল। আমরা এমন একটি পজিশনে ছিলাম যে, আমাদের হারার কোনো কারণ ছিল না। সেখান থেকে আমরা ম্যাচটি হেরে যাই। আমি মনে করি, ওই ম্যাচটি আমরা যারা খেলেছিলাম, তারা কেউ ভুলতে পারব না।’

সাত মাস পরও একই বৃত্তে ঘুরছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি হেরেছে, সে ম্যাচটি কি ভোলা সম্ভব? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেইন ধারাভাষ্য কক্ষে বলছেন,‘আধা ঘণ্টা আগেও ইংল্যান্ড কোনো পথ পাচ্ছিল না। কি দারুণ! আধা ঘণ্টা পর ইংল্যান্ড হাসছে বিজয়ের হাসি।’

মোশাররাফ হোসেন রুবেল, মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচ ছেড়েছেন বেন স্টোকসের। তবুও ম্যাচে ফিরতে পেরেছিল বাংলাদেশ। ইমরুল কায়েস কি দারুণ ব্যাটিংই না করলেন। আদিল রশিদের যে বলে আউট হয়েছেন, সেটা তার ভুলে নয়! বরং রশিদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে। ইমরুল বলেছেন, ‘একটা ছয় মারার চেষ্টায় ক্রিজ থেকে বেরিয়েছিলাম।’

স্বাভাবিকভাবেই ৩৬ বলে ৩১ রানের প্রয়োজনে ব্যাটিংয়ে থাকা ইমরুল চাপ কমাতেই চাইবেন। অপরপ্রান্তে থাকা রুবেল শেষ পর্যন্ত ক্রিজে থেকে কী করেছেন তা তো সবারই জানা। সাকিব আল হাসান খেলেছেন শতভাগ নিজের মতো করে। বাজে বল শাসন করেছেন, ভালো বলকে দিয়েছেন সম্মান। কিন্তু দলের কথা ওই সময়টায় একবার চিন্তায় আসলে হয়ত ওপরে উঠতে থাকা অমন বলে কখনোই পুল করতেন না সাকিব। ওই শটের আগের বলটাতেই মিড উইকেট অঞ্চল দিয়ে চার মেরেছিলেন সাকিব। কিন্তু বৃত্তের ভেতরে ফিল্ডিংয়ে থাকা উইলির মিস ফিল্ডিংয়ে বল বাউন্ডারিতে যায়। জেক বল একই জায়গায় বল করে পরের বলেই বদলা নিয়ে নেন। যদি বলা হয় সাকিব ‘ফাঁদে পড়েছেন’ তাহলে ভুল হবে না।

২৭১ এ থাকা বাংলাদেশ ২৮৮ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। দিন শেষে মাশরাফি বলেছেন,‘ম্যাচটা আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। ৫২ বলে ৩৯ লাগবে, হাতে আছে ৬ উইকেট। সেখান থেকে ম্যাচ হারা অবশ্যই হতাশার। আমাদের তখন ৫ করে লাগত, সে সময়ে আমাদের আরো ধৈর্য্যশীল ব্যাটিং দরকার ছিল। সে সময়ে আমরা তা করতে পারিনি।’

বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে হারের পর একই কথা বলেছিলেন মাশরাফি। সেদিনের সেই ম্যাচ ও গতকালের ম্যাচের মধ্যে পার্থক্য খুঁজে পান না বিশ্লেষকরা। তাদের প্রশ্ন- এমন হার কি ভুলতে পারবে বাংলাদেশ?