এবার চীনের বৃহৎ এয়ার শো বাতিল

এবার চীনের বৃহৎ এয়ার শো বাতিল

দুই বছর ধরে প্রস্তুতি নেয়ার পরও এবার বাতিল ঘোষণা করা হল চীনের সবচেয়ে বড় এয়ার শো । আগামী নভেম্বরে দেশটির ঝুহাই শহরে ১৩তম বারের মতো এই শো আয়োজন করার কথা ছিল। কিন্তু এর আগেই করোনাভাইরাসের তাণ্ডবে ভেস্তে গেল আয়োজকদের সব প্রস্তুতি।

বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজকরা জানিয়ে দিয়েছেন এবছর তারা চীনের সবচেয়ে বড় এই বিমান প্রদর্শনীর আয়োজন করছেন না। বাতিল ঘোষণা করার পরপরই আয়োজকরা ২০২২ সালের জন্য প্রস্তুতি নিতেও শুরু করেছে বলে জানানো হয়েছে।

এর আগে এই করোনাভাইরাসের তাণ্ডবের মুখে সবচেয়ে বড় এরোস্পেস প্রদর্শনী ব্রিটেনের ফার্নবোরো এয়ার শো বাতিল করা হয়েছে।

এই শো উপভোগ করতে বিভিন্ন দেশের নাগরিক দু বছর পরপর হাজির হন চীনে। ১৯৯৬ সাল থেকে দু বছর অন্তর অন্তর এই বিমান প্রদর্শনীর আয়োজন করা হয়ে আসছিল। সবশেষ ২০১৮ সালের ৬ থেকে ১১ নভেম্বর এই শো অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল ১২তম আসর।

করোনার কবলে পড়া চীনের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাত বেশ কিছু দিন হলো স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে প্রায় করোনা মহামারির আগের অবস্থায় ফিরেছে (৯০ ভাগ) চীনের এই খাতটি। তবে, ভয়াবহ এই মহামারির কারণে পশ্চিমা অনেক বিমান নির্মাতা প্রতিষ্ঠানই তাদের ব্যয় সংকোচন নীতিতে হাঁটতে থাকায় শেষ মুহূর্তে এসে চীনের এই শো-তে অংশ না নেয়ার কথা জানিয়েছে।