এপ্রিল-মে মাসকে আরও বেশি পর্যবেক্ষণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ চলতি মাসে করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এপ্রিল-মে মাসকে আরও বেশি পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। পর্যটন স্থানসহ যেসব জায়গায় বেশি জনসমাগম হয়, সেসব জায়গায় সবাইকে আরও সাবধান ও সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

আসন্ন রমজানে পেঁয়াজ, তেল, ছোলাসহ ছয়টি পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না বলে সভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১, সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়া, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক সহযােগিতা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমােদন বিষয়ে মন্ত্রিসভার ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমােদন দেওয়া হয়।