এথেন্সের বিমানবন্দরে দীপিকার মূর্তি

টোলপরা গালে তার হাসির জন্য বিখ্যাত দীপিকা পাড়ুকোন। এবার সেই হাসিকে বন্দি করল এথেন্স বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, ‘দ্য অথেনটিক স্মাইলস অব পিপল অব দ্য ওয়ার্ল্ড’ স্থান পেয়েছে দীপিকার হাসি। নির্বাচিতদের হাসি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এথেন্স বিমানবন্দরে হবে সেই প্রদর্শনী। মূর্তি তৈরি করে রাখা হবে দীপিকার চিরচেনা সেই হাসির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে দীপিকার চেহারার মূর্তি। ভাস্কর্যটি ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় শাড়িতে তোলা দীপিকার একটি ছবি থেকেই তৈরি করা হয়েছে এটি। মাথায় খোঁপা করা চুলের সঙ্গে গলায় নেকলেস আর চিরচেনা সেই হাসিতে অপরূপা লাগছে দীপিকাকে। সে ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। ক্যাপশনে লিখেছেন, ‘এথেন্স বিমানবন্দরে বলিউড অভিনেত্রীর হাসি।’

দীপিকা ছাড়াও হলিউডের একাধিক তারকার মূর্তি থাকবে এ প্রদর্শনীতে। এথেন্স এয়ারপোর্টে আগতদের স্বাগত জানাবে তারকাদের ‘হাসি’। এদিকে বর্তমানে শকুন বাত্রা পরিচালিত নতুন একটি সিনেমার চিত্রায়ণ নিয়ে ব্যস্ত আছেন দীপিকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী।