”আলোকিত সমাজ গঠনের অঙ্গীকার”

এডিডিএস’র কার্যক্রম দেশ-সমাজ কে আলোকিত করবেঃ মহিলা কাউন্সিলর শাহানুর

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম: পিছিয়ে পড়া জনগোষ্ঠি কে দেশ-সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে এবং আত্মকর্ম সামাজিক উন্নয়ন এবংনারী শ্রমিকদের স্বাস্থ্য –শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সিইপিজেড এলাকায় এডিডিএস’র কার্যক্রম কে প্রচারে-প্রসারে আলোকিত করতে জনপ্রতিনিধির সমন্বয় অধিক জরুরী।

সেই লক্ষে ৯আগষ্ট রোববার দুপুরে নগরীর ৫টি ওয়ার্ডে( বন্দর-ইপিজেড,পতেঙ্গায়) আলোর পথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি এডিডিএস’র ৩দিনব্যাপি এডিডিএস অবহিকরণ-প্রশিক্ষণ সভার সমাপনী দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি চসিক মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম উপরোক্ত কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা ডাঃউদয়ন কান্তি মিত্র’র সভাপতিত্বে সমাপনী দিবসে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা-পরিচালক সদস্য মোঃবেলাল উদ্দিন,মহিলা সম্পাদিকা মিসেস শাহীনুর খানম। ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক বাবুল হোসেন বাবলার সঞ্চালনায়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহি সদস্য মোঃশাহেদর রহমান সাহেদ, মহিলা সদস্য তাসলিমা আক্তার নিশা, সাংগঠনিক সদস্য সৈয়দ আল আমিন,আসাদুল ইসলাম,অথ  সম্পাদক –রুমা ইয়াছমিন,ট্রেনার সদস্য-কনা দাশ প্রমুখ।

সভাশেষে সকল কর্মী-সংগঠক,মাঠ কর্তাদের অস্থায়ী আইডি কার্ড,পরিচয়পত্র এবং প্রধান অতিথি কে সম্মাননা স্মারক নোট বুকও ফুলের বুকেট উপহার প্রদান করা হয়।পরিশেষে বিশেষ আপ্যায়নের মাধ্যমে ৩দিনের প্রশিক্ষণ সমাপ্তি ঘটে।