এখন থেকে ফাইনাল পরীক্ষা হবে ৮০ নম্বরের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ জানিয়েছেন, এখন থেকে ফাইনাল পরীক্ষা হবে ৮০ নম্বরের। সময় হবে চার ঘণ্টা।

শনিবার ইডেন মহিলা কলেজে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় উপাচার্য এ তথ্য জানান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জঙ্গি ও সন্ত্রাসের পথ বাদ দিয়ে শান্তির দিকে হাঁটতে হবে। বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচিত করাতে প্রতিযোগিতা করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ১০০ নম্বরের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ ছিল। পরে ইনকোর্সের জন্য ২০ নম্বর বরাদ্দ রাখা হয়। লিখিত পরীক্ষার নম্বর থেকে কমিয়ে ৮০ করা হয়।

আগে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় ছিল চার ঘণ্টা। সম্প্রতি আবার এই পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এই পরিস্থিতিতে আজ উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানালেন।