‘এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত আছে’

এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত আছে'

দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যে সকল খুনি লুকিয়ে আছেন; তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। ইনশাআল্লাহ। ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। একটি স্বাধীন দেশে জাতির পিতার হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছিল। তারা আজ অপপ্রচার চালাচ্ছে, দেশে ন্যায় বিচার নেই। ন্যায় বিচার তো দূরের কথা। আমরা-তো একুশ বছর বিচারই চাইতে পারি নাই।

শেখ হাসিনার তুলনা কেবল তিনি নিজেই- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যেমন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, তেমনি যে কোনো হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে তিনি অপরাধীর দলীয় পরিচয় খোঁজেননি। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেছেন।