এখনই ট্রেন চলাচল নয়ঃ রেলওয়ের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনই ট্রেন চলাচল করছে না। তবে সরকার ট্রেন চালানোর সিদ্ধান্ত দিলে যাতে ট্রেন চালানো যায়, সেজন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে রেলওয়ে।

রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামান বলেন, এখনই ট্রেন চলাচল করছে না। কারণ ট্রেন চালানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে ট্রেন চালানোর জন্য প্রস্তুত আমরা।

সূত্র জানায়, ঈদের আগে সীমিত পরিসরে আন্তঃনগর ট্রেন চলাচল করতে পারে। তবে এটি নির্ভর করছে করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতির ওপর।

আগামী দুই সপ্তাহের মধ্যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসে তবেই ট্রেন চালু হতে পারে। তখন সব রকমের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী তোলা হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে সারাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখে রেলপথ মন্ত্রণালয়। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও চালু আছে পণ্যবাহী ট্রেন চলাচল।