এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে আবদুল্লাহ নামে সাত বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে শিশুটির বাবা মোস্তফা বাদী হয়ে কদমতলী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে কদমতলীর উজালা ম্যাচ কারখানার সামনে ওই শিশুকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে সে মারা যায়।

আবদুল্লাহর স্বজনরা জানান, দুপুর আড়াইটার দিকে উজালা ম্যাচ কারখানার সামনে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখমণ্ডল ও মাথার বাঁ পাশে থেঁতলানো ছিল। তার শরীরে আঘাতের চিহ্নও ছিল।

আবদুল্লাহর মা আয়েশা বেগম জানান, সকাল থেকে আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে দুপুরে তাকে উজালা ম্যাচ ফ্যাক্টরির সামনে পাওয়া যায়।

আবদুল্লাহর মা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থালা-বাসন ধোয়ার কাজ করেন। বাবা গোলাম মোস্তফা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসে মেকানিক হিসেবে কর্মরত। তারা শ্যামপুরের আলীবহরে আওয়ামী লীগ নেতা সাব্বিরের বাড়িতে ভাড়া থাকেন। তাদের বাড়ি বরিশালের সদরের আন্দারমানিক গ্রামে।