একাদশ জাতীয় নির্বাচন হবে অশুভ শক্তিকে পরাজিত করার লড়াই

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন হবে অশুভ শক্তিকে পরাজিত করার লড়াই।

সোমবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী রচিত ‘বদলে যাওয়া বাংলাদেশের গল্প’ শীর্ষক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন হবে, অশুভ শক্তিকে পরাজিত করার লড়াই। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয় লাভের জন্য যুবলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো চক্রান্ত হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে অশুভ শক্তিকে পরাজিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’

আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর সংগ্রামের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ প্রথমে বঙ্গবন্ধু এবং তারপর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন।’

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, আর টিভির সিইও সৈয়দ আশিক রহমান, যুবলীগ সাধারণ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।