একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করে রেকর্ড করল ভারত।

বুধবার সকালে মধ্যপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) একটি রকেটে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে।

এক মিশনে একসঙ্গে এতগুলো কৃত্রিম উপগৃহ উৎক্ষেপণের দিক থেকে বিশ্বরেকর্ড গড়ল ভারত। এর আগে কোনো দেশ একসঙ্গে এত বেশিসংখ্যক কৃত্রিম উপগৃহ উৎক্ষেপণ করতে পারেনি।

দি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি৩৭ রকেটটি সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আইএসআরও-এর এই পদক্ষেপ আমাদের মহাকাশবিজ্ঞানী সম্প্রদায়ের জন্য আরেকটি বিরাট সাফল্য।

ভারতের রেকর্ড উৎক্ষেপণের কিছু তথ্য

১। প্রায় ১৮ মিনিটের মধ্যে ১০১টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষিপ্ত হয় এবং প্রতিটি ২৭ হাজার কিলোমিটার বেগে পরিভ্রমণ করছে। এই গতি যাত্রীবাহী বিমানের চেয়ে ৪০ গুণ বেশি।

২। পিএসএলভি-সি৩৭ ভারতের ৩৯তম মহাকাশ মিশন। এই মিশনের তিনটি উপগ্রহ ভারতের এবং বাকি ১০১টি বিদেশি।

৩। পিএসএলভি শ্রেণির রকেটের মধ্যে সবচেয়ে বেশি ভারী পিএসএলভি-৩৭। উৎক্ষেপণের মুহূর্তে এর ওজন ছিল ৩২০ টন। এটি ৪৪ দশমিক ৪ মিটার লম্বা।

৪। এই মিশনের প্রধান স্যাটেলাইট হলো আর্থ ম্যাপিং কার্টোস্যাট-২ সিরিজের একটি স্যাটেলাইট, যার ওজন ৭১৪ কিলোগ্রাম।

৫। ছোট কৃত্রিম উপগৃহগুলোর মালিকদের মধ্যে রয়েছে ইসরায়েল, কাজাখস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত। শুধু যুক্তরাষ্ট্রেরই ৯৬টি ছোট কৃত্রিম উপগ্রহ রয়েছে।

৬। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর প্ল্যানেট ইনকরপোরেশনের প্রায় ৯০টি ছোট উপগৃহ রয়েছে। এগুলো পৃথিবীর ছবি তোলার কাজে নিয়োজিত থাকবে, কিন্তু খরচ হবে কম।

৭। ২০১৪ সালে রাশিয়া একসঙ্গে ৩৭টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে, যা এত দিন রেকর্ড ছিল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন।