একই স্থানে বার বার ব্রণ হয় কেন

ব্রণ কার ভালো লাগে বলুন। ব্রণ একটা বিরক্তিকর বিষয়। অনেকেরই মাসের পর মাস ত্বকে একই জায়গায় ব্রণ হয়। যা কেবল ব্যথা নয় বিরক্তিকরও।

একই জায়গায় বার বার হওয়ার কারন

মুখে বার বার হাত দেওয়া:

ঘাম মুছতে, অবসন্ন অবস্থায় বা অন্য যে কোনো কারণে বার বার মুখে হাত দিয়ে থাকি। মুখে বার বার হাত দেওয়া মানে হল ব্রণকে আমন্ত্রণ জানানো। কারণ হাতে নানা রকমের ময়লা ও ব্যাকটেরিয়া ত্বকের সংস্পর্শে এসে ব্রণ ও দানার সৃষ্টি করতে পারে।

হরমোন জনিত সিস্ট:

এটা মূলত হরমোনের কারণে হয়ে থাকে এবং এগুলো সাধারণ ব্রনের চেয়ে গভীরে হওয়ায় এর চিকিৎসা করা বেশ কঠিন। এসকল ব্রণ ফাটানো বা খোঁচানো উচিত নয়। কারণ এটা ত্বকের ভেতরের দিকে থাকে বলে এর সঠিক অবস্থা বোঝা যায় না। এছাড়াও, এটা ত্বকের আশপাশের অঞ্চলকে সংক্রমিত করে।

পিরিয়ডের কারণে:

পিরিয়ডের সময় যদি নিয়মিতই গালের দুই পাশে ব্রণ হয়ে থাকে এবং তা দীর্ঘদিন ধরেই হয় তাহলে ত্বক গভীর থেকে পরিষ্কার করার জন্য কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। বরফ ত্বকে ব্যবহার করার মাধ্যমে ত্বকের তেল নিঃসরণ কমানো যায়। নীল আলোর থেরাপিও জেদি ব্রণ দূর করতে সহায়তা করে।