উল্লাপাড়ায় মারধর করে গৃহবধূর চুল কেটে দিলেন শ্বশুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে মারধর করে গৃহবধূর চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।

নির্যাতিতা গৃহবধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বিছানায় যৌতুকের দাবিতে নির্যাতিতা দুই সন্তানের জননী নার্গিস বেগম। গত রোববার রাতে নার্গিসকে ব্যাপক মারধর করে তার মাথার চুল কেটে দেয় শ্বশুর হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন। পরে রাতেই আহত স্ত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে তার স্বামী।

নার্গিস জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুর তার উপর নির্যাতন চালাতো। ‘খালি টাকা চায়। একবার টাকা দিছে পরে আবার সোনার গহনা দিছে।’

স্বজনরা জানান, বিয়ের সময় যৌতুক দেয়া হলেও পরবর্তীতে তার শ্বশুরবাড়ির লোকজন আরো যৌতুক দাবি করে। এ নিয়ে প্রায়ই চালানো হতো নির্যাতন।

নির্যাতিতার শরীরে আঘাতের চিহৃ থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শামীমুল ইসলাম।

এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুর ও তার পরিবারের অন্য সদস্যরা।