উবার প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে পদত্যাগ করলেন উবার প্রেসিডেন্ট জেফ জোনস।

ট্যাক্সি বুকিং অ্যাপ উবারের একটি সূত্র জানিয়েছে, জেফ জোনসের পদত্যাগ ‘একেবারে অপ্রত্যাশিত’।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

উবার কোম্পানি নতুন প্রধান অপারেটিং অফিসার খুঁজছে। কিন্তু তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে জেফ জোনসের নাম না থাকায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

কিন্তু প্রযুক্তিভিত্তিক নিউজ সাইট রিকোড-এর তথ্যানুযায়ী, যৌনতা ও যৌন হেনস্তা নিয়ে কোম্পানি যে অসুবিধার মুখে রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে পদ ছেড়েছেন জেফ জোনস।

এক বিবৃতিতে উবার বলেছে, ‘ছয় মাস কোম্পানির সঙ্গে থাকায় জেফকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।’

জেফ জোনসের হঠাৎ বিদায়ে আঘাত পেয়েছে কোম্পানি। তা ছাড়া অন্য সহকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তার কোম্পানি ছেড়ে দেওয়ার তথ্য না জানানোকে ‘অপেশাদার আচরণ’ বলে মনে করছেন তারা।

২০১৭ সালের শুরু থেকে উবার তাদের সার্ভিস ঘিরে যৌন কেলেংকারির অভিযোগে নাস্তাবুদ হচ্ছে।

উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক বলেছেন, মিডিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট জেফ জোনসের পদত্যাগের খবর প্রকাশিত হওয়া দুর্ভাগ্যজনক।