উন্নয়নের ধারা বেগবান করতে জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গিসঙ্গীকে বর্জন করতে হবে

রেজাউর রহমানঃ  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নের ধারা বেগবান করতে জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গিসঙ্গীকে বর্জন করতে হবে।

আজ রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন আশিয়ান মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গিসঙ্গী’ উল্লেখ করে বলেন, দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল করতে হলে জঙ্গিবাদে দুষ্ট বেগম খালেদা জিয়াকে বর্জন করতে হবে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়নের ধারার সূচনা হয়েছে। অপরদিকে বেগম জিয়া বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু জঙ্গির সঙ্গীই নন, শান্তি ও উন্নয়নের পথেও সবচেয়ে বড় বাধা।

জনসভায় জাসদ নেতাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, ড. আনোয়ার হোসেন, মীর হোসেন আখতার, নূরুল আখতার ও ওবায়দুর রহমান চুন্নু বক্তব্য রাখেন আরও উপস্থিত ছিলেন জাসদ ঢাকা মহানগরের উত্তরের সাধারণ সম্পাদক এস.এম. ইদ্রিস আলী ।