উত্তরায় নগর মাতৃসদন কেন্দ্রে নবজাতক চোর ধরার অভিযোগ

রেজাউর রহমান চৌধুরীঃ উত্তরায় নগর মাতৃসদন কেন্দ্রে নবজাতক চোর ধরার অভিযোগ উঠেছে।উত্তরার ৬নং সেক্টর ১১নং রোডে ১১ বাড়ীতে অবস্থিত আরবান হেলথকেয়ার ডেলিভারী প্রজেক্ট ২য় পর্যায় উত্তরা মডেল টাউনে আজ আনুমানিক বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় আয়েশা আক্তার (৩৫) নাম এক মহিলা সন্দেহজনক ভাবে হাসপাতালটিতে ঘোরাঘুরি করতে থাকে।

হাসপাতালের নার্সদের বিষয়টি নজরে আসলে তারা আয়েশা আক্তারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এতে ঘাভরে গিয়ে আয়েশা বলেন; হাসপাতালে আমার রোগীর সির্জার হচ্ছে, কিন্তু নার্সরা তাকে জানান কোন রোগীর সির্জার হচ্ছে না। আয়েশার কথায় সন্দেহ বেড়ে যাওয়া হাসপাতাল কতৃপক্ষ উত্তরা পূর্ব থানায় ফোন করলে এএসআই আরিফ ঘটনাস্থলে উপস্থিত হন।

এএসআই আরিফ আরবান হেলথকেয়ার ডেলিভারী কেন্দ্রের কতৃপক্ষকে মামলা করতে বললে তারা মামলা করতে অস্বীকৃতি জানায়। এএসআই আরিফ ক্রাইম পেট্রোল বিডি’কে জানান; মহিলা একটি বড়ো পাগল, এটি পুলিশবাদী মামলার আওতায় আসে না। এই লেখা পর্যন্ত কোন মামলা হয়নি, তবে সূত্রে থকে জানা গেছে মহিলাকে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কাছে হস্তান্তর করা হয়েছে।