উগান্ডায় জেল ভেঙ্গে পালালো ২ শতাধিক কয়েদি

উগান্ডার একটি কারাগারের জেল ভেঙ্গে পালিয়ে গেছে দু’শ এর বেশি কারাবন্দী। কারাগারে রক্ষীদের পিটিয়ে ১৫টি অস্ত্র ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়ে ওই কারাবন্দীরা।

উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় পালিয়ে যাওয়া দু’জন ক্রসফায়ারে মারা পড়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উগান্ডার কারাগারে এ ঘটনা ঘটে। রয়টার্সের একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার একটি কারাগারে রক্ষীদের পিটিয়ে ১৫টি অস্ত্র ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়ে গেছে দু’শ ১৯ জন কারাবন্দী। তার পরেই দেশটির সেনাবাহিনী অভিযানে নামে।

উগান্ডার কারামোজা কারাগার থেকে গতকাল বুধবার পালিয়ে যায় বন্দিরা। কারাগারের প্রাচীর ভেঙে প্রহরী পিটিয়ে অস্ত্র কেড়ে নিয়ে যায় তারা। একে৪৭ রাইফেল ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছে পালিয়ে যাওয়া বন্দিরা।

জানা গেছে, গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত আসামিরা পালিয়ে গেছে। হত্যাকারী, ছিনতাকারী ও ধর্ষক রয়েছে পালিয়ে যাওয়াদের তালিকায়। তাদের আটকের ব্যাপারে উগান্ডায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পর এ নিয়ে উগান্ডায় তৃতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটালেন বন্দিরা।