উখিয়ায় আধিপত্য বিস্তারে রোহিঙ্গাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

কুতুপালং ২নং পূর্ব পশ্চিম ক্যাম্পে রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফার এ সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. শামছু-দ্দৌজা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে কুতুপালং ক্যাম্পের পূর্ব পশ্চিম পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি চলছিল।

শনিবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রোববার সকাল থেকে আবারও দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় তিনজন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প জুড়ে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।