ঈদ ছুটি শেষ, হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। তবে করোনা ভাইরাসের কারণে এখনও বন্ধ রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো।

ঈদের ছুটি শেষে বুধবার সকাল থেকে আবারো দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।