ইসরায়েলের ১২৬২ জন সেনা কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক ডেস্কঃ এ মুহূর্তে ইসরায়েলের ১২৬২ জন সেনা কোয়ারেন্টাইনে রয়েছেন। নিজ বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন তারা। সোমবার (০৯ মার্চ) এ তথ্য জানায় ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

দেশটিতে এখন পর্যন্ত ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্য।

আইডিএফের প্রতিবেদন অনুযায়ী, কোয়ারেন্টানে রাখা বেশিরভাগ সেনাই বিদেশফেরত, যারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন দেশ থেকে এসেছেন অথবা এ রোগ আক্রান্ত কারো সংস্পর্শে ছিলেন।