ইরানি সেনাদের ভয়ে বাংকারে লুকিয়ে ছিল মার্কিন সেনারা

iran-missile

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়া চলার সময় পারস্য উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন মার্কিন সেনাদেরকে বাংকারে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

পারস্য উপসাগর এবং কৌশলগত হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার ইরানের সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ কারণে অনেকটা ভয়েই মার্কিন সেনাদের বাংকারে থাকার নির্দেশ দেওয়া হয়।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং আরও কিছু সূত্রের বরাত দিয়ে বিবিসি’র সাংবাদিক নাফিসে কোহনাভার্দ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারে মোতায়েন সেনাদেরকে স্বল্পসময়ের জন্য উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল। নাফিসে বলেন, তার সূত্রগুলো তাকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, তাদের কাছে অন্য কয়েকটি সূত্রও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল-জাফরা এবং কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদেরকে বাংকারে থাকতে বলা হয়েছিল।