ইন্তেকাল করেছেন সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক

না ফেরার দেশের চলে গেলেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দেশের ক্রিকেটের অন্যতম পরিচিত এই ব্যক্তিত্ব। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

মাত্র তিনদিন আগে মারা গেছেন ফারুকের ছোট বোনের জামাতা বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। সেই শোক ভোলার আগেই নিজেও পাড়ি দিলেন না ফেরার দেশে।

তিনি মোহামেডানের সাবেক অধিনায়কের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান। ১৯৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সে ম্যাচে খেলেছিলেন ফারুক।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়া পর দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।