ইন্টারপোলের বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইন্টারপোলের বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে।

মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকসহ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ৮৬তম সম্মেলন হচ্ছে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এ সম্মেলন হবে। সম্মেলন উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জেন পিং। চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে আইজিপি শহীদুল হক সম্মেলনে সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতা দমনে সাম্প্রতিক সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ইন্টারপোল সদস্যভুক্ত ১৫৮টি দেশের পুলিশ প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইন্টারপোলের সহযোগী সংস্থার কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নসহ অন্যান্য বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করাই হবে এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য।